সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ঝমকালো আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
আজ বুধবার উপজেলা যুবলীগের পায়েল হোসেন মৃধা, আল এমরান, জাকির হোসেন, হাফিজুল আসাদ সিজার, রনি ও বেলায়েত হোসেন মিল্লাতের নেতৃত্বে পৃথক পৃথকভাবে র্যালি উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হাজী মাহফুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রার্থী পায়েল হোসেন মৃধার, বেলায়েত হোসেন মিল্লাত প্রমুখ।