পরিসংখ্যানে মেসি-এমবাপ্পের দ্বৈরথ
পরিসংখ্যানে মেসি-এমবাপ্পের দ্বৈরথ

কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি। ফাইনালের আগে এ পর্যন্ত দুজনই গোল করেছেন ৫টি করে। শুধু তাই নয় গোল পোস্টে সর্বোচ্চ শটের লড়াইয়েও আছেন পিএসজির দুই তারকা।
তবে অন্য সব পরিসংখ্যানে এগিয়ে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। যদিও এখনো কাতার বিশ্বকাপের ফাইনাল বাকি। আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলের সামনে তৃতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ।
এক নজরে দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের পরিসংখ্যান :
সর্বোচ্চ গোলদাতা
ফুটবলার দেশ গোল
লিওনেল মেসি আর্জেন্টিনা ৫
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ৫
অলিভার জিরুদ ফ্রান্স ৪
হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা ৪
গোল পোস্টে সর্বোচ্চ শট
ফুটবলার দেশ পোস্টে শট
লিওনেল মেসি আর্জেন্টিনা ১৪
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ১১
সর্বোচ্চ অ্যাসিস্ট
ফুটবলার দেশ অ্যাসিস্ট
লিওনেল মেসি আর্জেন্টিনা ৩
হ্যারি কেন ইংল্যান্ড ৩
ব্রুনো ফার্নান্দেজ পর্তুগাল ৩
গ্রিজম্যান ফ্রান্স ৩
সর্বোচ্চ গোলের সুযোগ তৈরি
ফুটবলার দেশ গোলের সুযোগ
লিওনেল মেসি আর্জেন্টিনা ১৮
গ্রিজম্যান ফ্রান্স ২১