ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে ঠেকেছে। আগের ৩৮ জনের পর আরো পাঁচজনের মরদেহ আজ রবিবার উদ্ধার করা হলো।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, তপোবনের সুড়ঙ্গ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সরকারিভাবে বলা হচ্ছে, আরো অন্তত একশ ৬০ জন নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান অব্যাহত রেখে গতি বাড়ানো হয়েছে।
চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদোরিয়া এ ব্যাপারে বলেন, ধারণা করা হচ্ছে, তপোবন সুড়ঙ্গেই আরো ২০ থেকে ৩০ জন আটকে থাকতে পারেন। মোট নিখোঁজ রয়েছেন অন্তত একশ ৬০ জন। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা সামান্য।
সূত্রঃ কালের কন্ঠ
পথিকটিভি/ এ আর