মাঠ জুড়ে সোনালি ধান।আমন ধানের সোদার গন্ধে ভরে উঠেছে আবহমান গ্রামীন জনপদ।আর একে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মাঠে মাঠে চলছে আগাম ধান কাটার মহাউৎসব। তাই এ মৌসুমে কৃষকের আঙ্গিনায় শুধু ধান আর ধান।
এদিকে ফলন ভালো হওয়ায় আর দাম ভালো থাকায় কৃষকদের মুখে ফুটছে হাসির ঝিলিক।
কৃষক ও কৃষি কর্মকর্তার বক্তব্যঃ(২)
উপজেলা উপসহকারী কৃষি অফিসার জানান,এ মৌসুমে কটিয়াদী উপজেলায় ১২ হাজার ৪৮৫হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
এবার বি-৪৯,বি আর-২২,বি-৭০,বি-৭১,বি-৭২, ধান চাষ হয়েছে বেশি। এসব জাতের চাল চিকন ও সুস্বাদু হওয়ায় হাটবাজারে এর চাহিদা বেশী।এবার ৩৩ হাজার ১৪১মেঃটন চালের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আশা করা হচ্চে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।