বাবুল সিকদার,আশুগঞ্জ: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় এসআই আকবর হোসেন ভূঁইয়া বরখাস্ত হওয়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে অনেকে তার গ্রামে গড়ে ওঠা বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছেন পুলিশে যোগদানের পরেই গ্রামে রাজপ্রাসাদের মতো বাড়িটি গড়ে তোলেন আকবর। তবে তার পরিবারের দাবি,বাড়িটি আকবরের নয়।
বরখাস্ত কৃত এসআই আকবর কে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় বরখাস্ত কৃত এসআই আকবর কে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু
Posted by Pothik TV HD on Friday, October 16, 2020
বরখাস্ত কৃত এসআই আকবর হোসেনের এ বাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইড় গ্রামে। আর এ গ্রামে এটি সবচেয়ে বিলাশবহুল বাড়ি। ১৫-১৬ শতাংশ জমিতে এ বাড়িটি বানানো হয়েছে। বাড়িটি বানাতে খরচ পড়েছে প্রায় এক কোটি টাকা।
জানা গেছে, আকবরের বাবা জাফর আলী ভূঁইয়া ছিলেন স্কুলশিক্ষক। তার তিন ছেলের মধ্যে আকবর সবার বড়। মেজো ছেলে মোবারক হোসেন ভূঁইয়া ১১ বছর ধরে সিঙ্গাপুর প্রবাসী। সবার ছোট আরিফ হোসেন ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনার্সে পড়ছেন।
আকবরের পরিবারের দাবি,বাড়িটি জাফর আলী ভূঁইয়ার পেনশনের টাকা আর সিঙ্গাপুর প্রবাসী ছেলে মোবারক হোসেন ভূঁইয়ার টাকায় বানানো। বাড়িটি এসআই আকবর হোসেন ভূঁইয়ার নয়।